অভিনেত্রী রীতা কয়রাল প্রয়াত
নিউজ ব্যুরো ;কলকাতা, ১৯ নভেম্বর : অভিনেত্রী রীতা কয়রাল প্রয়াত।যাত্রা, নাটক, থিয়েটার থেকে সিনেমা টিভি সবজায়গাতেই দেখা গেছে রীতা কয়রালকে।নয়ের দশক থেকে বিভিন্ন ছবিতে অভিনয় করছেন রীতা।অভিনয়ের আঙিনায় তাঁকে ভিলেনের চরিত্রেই বেশি দেখা গেছে।অঞ্জন দত্তের “দত্ত ভার্সেস দত্ত”, ঋতুপর্ণ ঘোষের “অসুখ” ছবিতেও অভিনয় করেছিলেন রীতা কয়রাল।শেষ কাজ করছিলেন রাখী বন্ধন সিরিয়ালে। অসুস্থতা নিয়ে দিন দশেক আগেও শুটিং করেছিলেন।মাস পাঁচেক ধরে লিভারের ক্যানসারে ভুগছিলেন তিনি।