সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ ক্ষোয়া গেল অর্জুনের

সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ ক্ষোয়া গেল অর্জুনের

নিউজ ডেস্ক:- তাঁর বিরুদ্ধে ব্যাঙ্কের কোটি টাকা তছরুপের অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবুও এত দিন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ ছিলেন সেই ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কেরই চেয়ারম্যান। রবিবার ব্যাঙ্কের পরিচালন পর্ষদের অনাস্থা ভোটে শেষমেশ চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন অর্জুন। পর্ষদের ১৫ জন সদস্যের মধ্যে এ দিন ১২ জন হাজির ছিলেন। সব ভোটই পড়েছে অর্জুনের বিপক্ষে। 
তৃণমূলে থাকাকালীন বিধায়কের পাশাপাশি ভাটপাড়ার পুরপ্রধান ছিলেন অর্জুন। নির্বাচিত হয়েছিলেন ওই ব্যাঙ্কের চেয়ারম্যান পদেও। তিনি বিজেপিতে যাওয়ার পরে অভিযোগ ওঠে, পুরসভার কিছু ভুয়ো প্রকল্পের মাধ্যমে সমবায় ব্যাঙ্কের কোটি টাকা তছরুপ হয়েছে। ভাটপাড়ার তৃণমূল নেতা সোমনাথ শ্যাম ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা বিভাগে অভিযোগ দায়ের করেন।
                              ৬ সেপ্টেম্বর অনাস্থা প্রস্তাবের নোটিস ধরানো হয় তাঁকে। নিয়ম অনুযায়ী রবিবার ভোটাভুটি হয়। 
                               তহবিল তছরুপের তদন্ত প্রায় গুটিয়ে এনেছে বলে জানাচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ব্যাঙ্কের প্রাক্তন সিইও-সহ দু’জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন।