লেকগার্ডেন্সের বহুতলে উদ্ধার স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ

লেকগার্ডেন্সের বহুতলে উদ্ধার স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ

নিউজ ডেস্ক:-  কলকাতা: লেকগার্ডেন্স এলাকায় বহুতল থেকে উদ্ধার হলো দম্পতির ঝুলন্ত মৃতদেহ। মৃতদের নাম অরিজিত্ দত্ত (৩২) ও সুপর্ণা দত্ত (২৮)। বৃহস্পতিবার দুপুরে বেডরুমের দরজা ভেঙে চারু মার্কেট থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। সুপর্ণাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, বেডরুমের মেঝেতে পড়ে ছিল অরিজিতের দেহ। তাঁর গলায় দড়ি পেঁচানো অবস্থায় ছিল। পুলিশের অনুমান, তারা দুজনেই একসঙ্গে আত্মঘাতী হয়েছেন। মৃত্যুর পর মেঝেতে পড়ে গিয়েছে অরিজিতের মৃতদেহ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি।
                               পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বেশ কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই দম্পতি। কারণ, আড়াই মাস আগে ওই দম্পতির সাড়ে চার মাসের শিশুটি জটিল রোগে ভুগে মারা যায়।
                               অরিজিতের মা জানিয়েছেন, অ্যাপ ক্যাবে চালানোর জন্য সম্প্রতি মোটা টাকা ব্যাংক লোন নিয়ে গাড়ি কিনেছিল তার ছেলে। কিন্তু কিছুদিন পরেই লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় তাঁর গাড়ির ব্যবসায় প্রচুর লোকসান হতে শুরু করে। এদিকে ধার শোধ করার জন্য প্রচন্ড চাপ আসছিল ব্যাংকের তরফে। হাজার অনুরোধ সত্ত্বেও ব্যাংক লোনের কিস্তির টাকা দেওয়ার সময় পেছনো বা এড়ান সম্ভব হচ্ছিল না। একদিকে সম্প্রতি নবজাত সন্তানের মৃত্যুশোক ও তার সাথে ব্যাংকে মোটা কিসতী দেওয়ার চাপ, দুইয়ের জেরেই মানসিক অবসাদ গ্রাস করেছিল তাদের, আর তাতেই আত্মহত্যার সিধ্যান্ত।