মেট্রো চড়তে অবশ্যম্ভাবী স্মার্টফোন, ১৪-ই সেপ্টেম্বর শুরু পরিষেবা

মেট্রো চড়তে অবশ্যম্ভাবী স্মার্টফোন, ১৪-ই সেপ্টেম্বর শুরু পরিষেবা

নিউজ ডেস্ক:- আপতত ই-পাস ব্যবস্থাই চালু হচ্ছে মেট্রোয়। মেট্রোরেলের সাথে রাজ্য প্রশাসনের দ্বিতীয় দফার বৈঠকে শুক্রবার এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে মেট্রো চালানো হতে পারে। সেক্ষেত্রে পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখালেই মেট্রোয় প্রবেশের ছাড়পত্রের বিষয়টি অনুমোদিত হতে পারে।  
জনসাধারণের জন্য পরিষেবা শুরু হবে ১৪ই সেপ্টেম্বর থেকে। মেট্রোর ই-পাস পেতে অন্তত ১২ ঘণ্টা আগে ‘বুকিং’ সেরে ফেলতে হবে। প্রথমতঃ একটি নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে ই-পাস দেওয়া হবে। ওই লিঙ্কে ক্লিক করে যাত্রীকে নিজের নাম, পরিচয়, যাত্রার সময় এবং কোন স্টেশন থেকে কোন স্টেশনে তিনি যেতে চান, তা জানাতে হবে। এর পরে ই-পাস পাঠানো হবে সেই যাত্রীর মোবাইলে, যা আদতে একটি( QR-CODE)কিউ আর কোড। কোন সময়ে কী রঙের কিউ আর কোড দেওয়া হবে, তা গোপন রাখা হবে। যাত্রীদের কাছে ওই লিঙ্ক পৌঁছে দিতে মেট্রোর নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ এবং রাজ্য পরিবহণ দফতরের ‘পথদিশা’ অ্যাপটি কাজে লাগানো হবে বলে রাজ্য পরিবহণ দফতর সূত্র জানিয়েছে ।
আপাতত উত্তর-দক্ষিণ মেট্রোতেই এই ব্যবস্থা চালু হচ্ছে। ইস্ট-ওয়েস্ট এখনই খুলছে না।  কি ভাবে মেট্রো যাত্রা• মেট্রোর অ্যাপ, ওয়েবসাইট ও পথদিশা অ্যাপে মিলবে ই-পাসের লিঙ্ক।• সার্ভার নির্দিষ্ট রঙের কিউআর কোড পাস হিসেবে পাঠাবে।• আটটি কামরার একটি রেকে গড়ে ৪০০ যাত্রী উঠতে পারবেন।• আপাতত দিনে ১১০টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে মেট্রোর। সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে মোট ৫৫ জোড়া বা ১১০টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে । কখন কী ব্যাবধানে মেট্রো চলছে, সেই তথ্য মেট্রোর নিজস্ব অ্যাপেই  পাওয়া যাবে। নতুন ব্যাবস্থায় স্মার্টফোন ও তার ব্যাবহার না  জানা  যাত্রীরা মূলত বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা।