রেল অবরোধ করা হল তাঁর অনুগামীদের আটকাতেই দাবি মুকুল রায়ের
নিউজ ব্যুরো,কলকাতা ১০ নভেম্বর :শুক্রবার দুপুর ১টায় রানি রাসমণি রোডে বিজেপির সমাবেশ। ঠিক আজকের দিনেই সকাল থেকে শিয়ালদা মেন লাইনে চলল ট্রেন অবরোধ ও যাত্রী বিক্ষোভ। এই ঘটনায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় রাজনৈতিক ষড়যন্ত্রের ইশারা আছে বলে মনে করেন। মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদেই বিক্ষোভ হয়েছে এই ব্যাপারটিকে মানতে নারাজ মুকুলবাবু।
বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, ধর্মতলার সমাবেশে দলীয় কর্মীদের আসতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই ট্রেন চলাচল ব্যাহত করে তৃণমূল। তাঁর অনুগামীরা মূলত আসবেন উত্তর ২৪ পরগনা থেকে।তাই, সমর্থকদের আটকানোর উদ্দেশেই এইরকম পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ মুকুলবাবুর