গাড়ির ভিতরে মা ও তাঁর শিশু সন্তান সহ গাড়িকে বেঁধে টেনে নিয়ে গেলো মুম্বই ট্রাফিক পুলিশের একটি ক্রেন

গাড়ির ভিতরে মা ও তাঁর শিশু সন্তান সহ গাড়িকে বেঁধে টেনে নিয়ে গেলো মুম্বই ট্রাফিক পুলিশের একটি ক্রেন

মুম্বই :একটি গাড়ি ভুল জায়গায় পার্কিং করার অপরাধে গাড়িটিকে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে মুম্বই ট্রাফিক পুলিশের একটি ক্রেন।আর সেই গাড়ির ভিতরেই আছেন মহিলা ও তার সাত মাসের সন্তান। এই ঘটনাটির ভিডিও করেন এক ব্যক্তি।যা এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা ও তার সন্তান একটি গাড়ির ভেতরে আছেন। আর সেই গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছে মুম্বই ট্রাফিক পুলিশের একটি ক্রেন। ওই মহিলা বারবার গাড়ি থামানোর অনুরোধ করা সত্ত্বেও কোনও লাভ হয়নি।
জ্যোতি মালে নামে ওই মহিলা মহিলার অভিযোগ , তিনি ওই গাড়ির মধ্যেই তাঁর সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন।তখন,ট্রাফিক পুলিশের একটি ক্রেন ওই গাড়িটি টানতে শুরু করে।তাঁর অসুস্থতার কথা বলে প্রেসক্রিপশন দেখালেও কোনও লাভ হয়নি। এমনকী, গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অনুরোধ করলেও পাত্তা দেয়নি পুলিশ ।এমনকি ওই মহিলা এর জন্য জরিমানা দিতে রাজি হলেও তা শোনেননি কর্তব্যরত পুলিশকর্মী।
ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুম্বই পুলিশের জয়েন্ট কমিশনার (ট্রাফিক) অমিতেশ কুমার ।