বড়বাজারে পুরোনো চারতলা বাড়ির একাংশ ভেঙে এক ৯৫ বছরের বৃদ্ধর মৃত্যু।

বড়বাজারে পুরোনো চারতলা বাড়ির একাংশ ভেঙে এক ৯৫ বছরের বৃদ্ধর মৃত্যু।

০৫.০৯.২০১৭, কলকাতা: বড়বাজারের ১৬ নং শিবতলা স্ট্রিটের পুরোনো এই চারতলা বাড়ির দক্ষিণ-পূর্বদিকের তিনতলা ও চারতলার একাংশ সকাল সাড়ে এগারোটা নাগাদ ভেঙে পরে। ঘটনাচক্রে এক ৯৫ বছরের বৃদ্ধের মৃত্যু হয় যিনি এই বাড়িতে তাঁর স্ত্রী ও কন্যা সমেত ভাড়া থাকতেন। বৃদ্ধর কন্যা ও স্ত্রীও গুরুতর আহত। তিনজনকেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে বৃদ্ধ মারা যান। মৃতের স্ত্রী ও কন্যার আশংকাজনক অবস্থা। 
  স্মিতা বক্সী এলাকার বিধায়ক ঘটনাস্থলে দুর্ঘটনার পরেই পৌঁছান এবং জানান যে তাঁদেরকে পুরসভার তরফ থেকে বিপ্পজনক বাড়ির নোটিশ দেওয়ার পরও তাঁরা বাড়ি ছাড়তে অনিচ্ছুক ছিলেন। দুর্ঘটনা ঘটার পরেই পুরসভার আধিকারিকরা বাড়িটির বাকি বিপ্পজনক অংশ ভাঙতে শুরু করেন। 
  উত্তর কলকাতার বড়োবাজারকে বাদ্দিয়ে আরো বহু জনবহুল এলাকা আছে যেমন বিডন স্ট্রিট, রবীন্দ্র সরণি, কুমারটুলি, পাথুরিয়াঘাটা ইত্যাদি যেগুলিতে সবমিলিয়ে প্রায় ৫০ টির ওপর পুরসভার তরফ থেকে বিপজ্জনক বাড়ির নোটিশ পাওয়া পুরোনো বাড়ি রয়েছে যেগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং যেকোন মুহূর্তেই তা ভেঙে পড়তে পারে। আজকের এই ঘটনাকে স্মরণে রেখে কলকাতা পুরসভার আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত ভবিষ্যতের বিপদ এড়ানোর জন্য।