বারুইপুর আদালতে সৌর বিদ্যুৎ পরিষেবা চালু হল

বারুইপুর আদালতে সৌর বিদ্যুৎ পরিষেবা চালু হল

বারুইপুর: আজ, শনিবার থেকে বারুইপুর আদালতে সৌর বিদ্যুৎ পরিষেবা চালু হল। এই সৌর বিদ্যুৎ প্রকল্পর উদ্বোধনে এসে হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য বলেন, রাজ্যের পাইলট প্রজেক্ট-এর মাধ্যমে বারুইপুর এবং বর্ধমান দু’জায়গায় সৌর বিদ্যুৎ পরিষেবা চালু করা হল।৩০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পের অধীনে বারুইপুর আদালতে ৩৫ কিলোওয়াট সৌর বিদ্যুৎ পরিষেবা আজ থেকে চালু হল। জ্যোতির্ময়বাবু আরও বলেন, রাজ্যে যদিও লোড শেডিং-এর হার কমেছে ৷ তবুও বিদ্যুতের জন্য আদালতের কোনও কাজ যাতে না পিছিয়ে পরে ,মূলত সেজন্যই এই সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা। এই সৌর বিদ্যুৎ পরিষেবা চালু হওয়ায় খুশি আদালতের আইনজীবী থেকে সাধারণ মানুষ সবাই।