রহস্য মৃত্যু গবেষক অপর্ণ পাড়ুইয়ের।

রহস্য মৃত্যু গবেষক অপর্ণ পাড়ুইয়ের।

নিউ আলিপুরের জোরোলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষক অপর্ণ পাড়ুইয়ের আট তলা থেকে পরে মৃত্যু হয়। ২০১৩ সাল থেকে সমীর জানা নামের এক রুম মেটের সাথে গড়চা রোডে পেয়িং গেস্ট হয়ে থাকতেন হাওড়া, বাউড়িয়ার রামেশ্বর নগরের বাসিন্দা অপর্ণ পাড়ুই। তিনি সেখানে তাঁর পোস্ট ডক্টরেটের রিসার্চ করছিলেন। বাড়ির মালিকের বক্তব্য তিনি এক মেধাবী ছাত্র ছিলেন ও নিজের কাজেই ব্যস্ত থাকতেন। পড়াশোনার পাশাপাশি তাঁর গান বাজনাতেও উৎসাহ ছিল। দুর্ঘটনার সময় তাঁর ল্যাপটপ খোলা ছিল। এই মেধাবী ছাত্রের এমন পরিণতি কেউই মানতে পারছেন না। দুর্ঘটনার সংবাদ পেয়েই পুলিশ আধিকারিক DC সাউথ প্রবীণ ত্রিপাঠি ঘটনাস্থলে পৌঁছে যান ও ঘুরে ফিরে তদন্ত শুরু করেন। পাড়ুইয়ের পরিবারও ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ তাঁর ল্যাপটপ ও কল রেকর্ড খতিয়ে দেখছেন। এখনো প্রজন্ত তাঁর মৃত্যু রহস্যজনক হয়েই আছে। এটা আত্মহত্যা না খুন নাকি দুর্ঘটনা সেটা এখনো জানা যায়নি।