বৃহস্পতিবার সকালে আগুন লাগে ময়দান মেট্রো সংলগ্ন জীবনসুধা বিল্ডিংয়ে। পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ৮টি ইঞ্জিন।

বৃহস্পতিবার সকালে আগুন লাগে ময়দান মেট্রো সংলগ্ন জীবনসুধা বিল্ডিংয়ে। পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ৮টি ইঞ্জিন।

নিউজ ব্যুরো,১৯ অক্টোবর : কলকাতা ময়দান মেট্রো সংলগ্ন শেক্সপিয়র সরণিতে জীবন সুধা বিল্ডিংয়ের বহুতলে বিধ্বংসী আগুন লাগে  বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ।প্রথমে বিল্ডিংয়ের ১৬ তলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের প্রায় ১০টি ইঞ্জিন।কিছুক্ষণের মধ্যেই ওই বহুতলের একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার ঢেকে যায় গোটা এলাকা। তবে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই।প্রায় ৫ ঘণ্টা পর এদিন বিকালে আগুন নিয়ন্ত্রণে আসে।