চলে গেলেন নৈহাটির ৫ টাকার ডাক্তার ‘বিধান রায়’
নিউজ ডেস্ক:- এবার কোভিডে (Covid 19) প্রাণ হারালেন উত্তর ২৪ পরগনার ‘নৈহাটির বিধান রায়’ নামে পরিচিত হিরন্ময় ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। পাঁচ টাকার ডাক্তার (Doctor) হিসাবে নৈহাটির (Naihati) পাশাপাশি গোটা ব্যারাকপুর মহকুমায় পরিচিত ছিলেন তিনি। নাড়ি টিপে দেখে স্বল্প ওষুধ দিয়ে রোগী সুস্থ করতেন বলে তাঁকে স্থানীয় বাসিন্দা রা নৈহাটির ‘বিধান রায়’ বলতেন।
মূলত চেস্ট স্পেশালিস্ট হলেও জেনারেল ফিজিশিয়ান হিসাবে সাধারণ গরীব রোগীদের কাছে ‘ভগবান’ ছিলেন। শিশু চিকিৎসাতেও তাঁর সুনাম ছিল। লকডাউন হওয়ার পর কোভিডের ভয়ে যখন কেউ রোগী দেখেননি তখনও তিনি নিয়মিত চেম্বার করতেন। এই অতিমারীর সময় একজন রোগীকেও ফিরিয়ে দেননি।
তীব্র শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাতে বেলঘরিয়ার একটি নার্সিংহোমে ভরতি হয়েছিলেন। সোমবার রাত ১০, ৩০ নাগাদ পর দু’বার হার্ট অ্যাট্যাক হওয়ার ধাক্কা সামলাতে পারেননি প্রয়াত চিকিৎসক।
১৯৭৮ সালে রহড়া রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাশ করা প্রয়াত হিরন্ময়বাবু আইএমএ রাজ্য শাখার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুর খবরে শুধু নৈহাটি নয়, রাজ্যের চিকিৎসক মহলেও গভীর শোকের ছায়া নেমে আসে।