সিপিএমের রাজ্য সদর দফতরে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
নিউজ ব্যুরো,১৬ অক্টোবর কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ । আর,তাঁর বাড়িতে ফোন করে খোঁজ নিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের রাজ্য সদর দফতরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ।
রবিবার রাতের দিকে অবস্থার বেশ অবনতি হয়।তবে, দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই ভালো আছেন বলেই জানা গেছে ।এদিকে,ফোনে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।