অবৈধ যৌন সম্পর্কের অভিযোগ ওঠায় পুরুষাঙ্গই কেটে ফেললেন ধর্মগুরু বাবা সন্তোষদাস

অবৈধ যৌন সম্পর্কের অভিযোগ ওঠায় পুরুষাঙ্গই কেটে ফেললেন ধর্মগুরু বাবা সন্তোষদাস

নিউজ ব্যুরো,১৭ অক্টোবর : অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগ থেকে নিজেকে মুক্ত করার জন্য নিজের পুরুষাঙ্গই কেটে ফেললেন রাজস্থানের চুরু জেলার জনপ্রিয় ধর্মগুরু বাবা সন্তোষদাস ।

বাবা সন্তোষদাস রাজস্থানের চুরু জেলার তারানগরে নিজেরই তৈরী আশ্রম হরিদাসে থাকেন।বাবার গুণমুগ্ধ ভক্তরা সেখানে প্রতিনিয়ত যাতায়াত করেন। আসেন বহু মহিলা ভক্তও। সন্ধের পর মহিলা ভক্তদের যাতায়াত নিয়ে জনপ্রিয় এই ধর্মগুরুর বিরুদ্ধে যৌন সংসর্গের অভিযোগ আনেন পবন সিং নামে এক ব্যক্তি।পবন সিং অভিযোগ করে যে,আশ্রমে আসা অধিকাংশ মহিলাকে প্রলুব্ধ করে তাদের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করেন বাবা সন্তোষদাস।

নিজের বিরুদ্ধে এরকম ঘৃণ্য অভিযোগ ওঠায় ভীষণ অপমানিত বোধ করে রাগে-অপমানে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন বাবাজী।যা ছিল কেউ স্বপ্নেও ভাবতেও পারেনি । নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজেই একটি ছুরিতে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন।রক্তে ভেসে যায় তাঁর সারা শরীর।ঘটনায় হতচকিত শিষ্যরা ঘটনার ঘোর কাটিয়ে আশংকাজনক অবস্থায় বাবা সন্তোষদাসকে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে।