স্ত্রী করোনা পজিটিভ, ভর্তি আইডিতে, কোয়রান্টিনে সূর্যকান্ত মিশ্র
নিউজ ডেস্ক:- এবার করোনায় আক্রান্ত হলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের স্ত্রী ঊষা মিশ্র। মঙ্গলবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ রিপোর্ট এসেছে। মেদিনীপুরে ছিলেন ঊষাদেবী। তাঁকে সেখান থেকে বেলঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়। শ্বাসকষ্টের সমস্যাতেও তাঁকে ভর্তি করানো হয় ওই হাসপাতালে।
সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মতো তিনিও করোনা পরীক্ষা করবেন। ইতোমধ্যে আগামী ৫ দিনের তাঁর পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই আবার কাজে যোগ দেবেন তিনি।