তৃণমূল সাংসদ সুলতান আহমেদের হৃদরোগে মৃত্যু।
০৪.০৯.২০১৭, কলকাতা: মহামেডান ক্লাবের সভাপতি ও উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সুলতান আহমেদ আজ বেলা বারোটা নাগাদ তার রিপন স্ট্রিটের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন, তারপর তাঁকে বেল ভিউ নার্সিং হোমে ভর্তি করা হয়। ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষিত করে। তাঁর বয়স ৬৪ বছর হয়েছিল। তাঁর মৃত দেহ হাসপাতাল থেকে তাঁর বাড়িতে আজ দুপুরেই নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রী তাঁর দলীয় সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তৃণমূল কংগ্রেসের সাথে বরাবর শোকাহত ময়দান ও ক্রীড়াজগতও, কারণ রাজনীতির পাশাপাশি গত ৪০ বছর ধরে তাঁর ক্রীড়াজগতের সাথেও সম্পর্ক ছিল। শোকবিহ্বল দলীয় কর্মী ও নেতাবৃন্দ, মহামেডান ক্লাবের খেলোয়াড় সমেত খবর পেয়ে তাঁর বাড়িতে যান।
গত আট বছর ধরে তিনি মহামেডান ক্লাবটিকে অনেকটাই অভিব্যক্ত করে তুলেছিলেন। তিনি মৌলানা আজাদ কলেজে পড়াকালীন ছাত্র পরিষদের এক সক্রিয় কর্মী ছিলেন, তাই ১৯৮৫ সালেই তিনি প্রথম কলকাতা পুরসভার কাউন্সিলর হন আর সেখান থেকেই শুরু হয় তার উচ্চপদের রাজনৈতিক জীবন।