ইন্ডিগো এয়ারলাইন্স এর এক শির সদস্য, সিক্কিমের খংসিত ক্লারা বানশা রাইয়ের রহস্যময় মৃত্যু।
কলকাতা: কলকাতার ফ্ল্যাটে গত বুধবারের ভোর রাত্রে চারতলা থেকে পরে মৃত্যু হয়ে তাঁর। তিনি সম্ভবত তাঁর ঘরের এক স্লাইডিং জানলার থেকে পরে যান। তাঁর দুই বন্ধু একটি ছেলে ও অপরটি মেয়ে সেইদিন তাঁর ফ্ল্যাটে মঙ্গলবার রাতে এসেছিলো তাদেরই মধ্যে কারোর একজনের জন্মদিন উদযাপন করার জন্য। তাঁর দুই সঙ্গীর দাবি যে তারা অঘোর ঘুমে ঘুমাচ্ছিলেন এবং তাদের তাঁর মৃত্যুর সম্পর্কে কোন ধারণা ছিল না যখন বুধবারের ভোর ৫ টার দিকে পুলিশ তাদের দরজায় এসে কড়া নারে এবং জিজ্ঞাসাবাদ করে। পুলিশ একটি তদন্ত শুরু করেছে এবং তার মৃত্যুর তিনটি কারণ - দুর্ঘটনা, হত্যা বা আত্মহত্যা তার কোনটাই সন্দেহের বাইরে রাখেনি।
খংসিতের কলকাতার ফ্ল্যাটটি তাঁর বাবা শেরাব তেনজিঙ ভুটিয়ার নামে ছিল। বুধবার ভোর ৪:৩০ নাগাদ ওখানকার এক স্থানীয় বাসিন্দা স্কুটার নিয়ে ক্লারার ফ্ল্যাটের সামনে দিয়ে যেতে গিয়ে তাঁর রক্তাক্ত শরীর উদ্ধার করেন এবং তিনিই পুলিশে খবর দেন।
"যখন আমরা ফ্ল্যাটে গিয়েছিলাম, ওটি ভেতর থেকে লক করা ছিল। বারংবার ডাকার পর, একজন পুরুষ দরজা খোলে। সেখানে আরেকজন মহিলা ও ছিল এবং উভয়েই গভীর ঘুমের মধ্যে ছিল। তাদের কোনও সূত্র ছিল না। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি," জানান সন্তোষ পাণ্ডে, বিধাননগর কমিশনারেটের ডিসি (সদর দপ্তর)
অফিসার বলেন বিনা লোহার গ্রিলের স্লাইডিং জানালাটি খোলা ছিল এবং যদি সে ঘটনাক্রমে জানালা থেকে পড়ে যায়, তবে ইচ্ছাকৃতভাবে লাফ দিয়ে বা অন্য কেউ তাঁকে ধাক্কা দেয়। বাগুইআটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, "আমরা সব কোণে অনুসন্ধান করছি এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"