১৩ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো রেল পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল
কলকাতা: আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো রেল পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ওইদিন থেকে মেট্রো চলাচল শুরু করার জন্য রেল মন্ত্রক ও মেট্রো রলে কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন । জানা গেছে , এব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে। পরিষেবা শুরু হওয়ার পর আগামী দিনে ট্রেনের সংখ্যা পর্যায়ক্রমে বাড়বে। এব্যাপারে বৃহস্পতিবার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী জানান , মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।