বাজি ফাটানোর প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে অন্তঃসত্বা মহিলা আক্রান্ত।

বাজি ফাটানোর প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে অন্তঃসত্বা মহিলা আক্রান্ত।

কাঁচরাপাড়া: অন্তঃসত্বা মহিলাকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ বীজপুর থানার শরৎপল্লি এলাকায়। বৃহস্পতিবার রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু যুবক ওই মহিলাকে লক্ষ্য করে বাজি ছোড়ে বলে জানা যায়। তার প্রতিবাদ করাতে তাঁকে সেই যুবকবৃন্দ ফেলে পেটায়। তাঁর পেটেও জোরে জোরে লাথি মারা হয়। মহিলার অবস্থ্যা সঙ্কটজনক হওয়ায় তাঁকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়। বীজপুর থানায় অভিযোগ জানানোর পর পুলিশ ওই এলাকার ৭ জনকে গ্রেফতার করে।
  গত বৃহস্পতিবার ঘটনাটির সূত্রপাত হয়। কাঁচরাপাড়ার নতুনপাড়া ও শরৎপল্লি এলাকার বাসিন্দাদের মধ্যে একটি মাঠ দিয়ে চলাফেরা করাকে কেন্দ্র করে শুরু হয় এই বিবাদ।