মধুচন্দ্রিমা কাটিয়ে বাড়ি ফিরেই চক্ষু চড়কগাছ দম্পতির

মধুচন্দ্রিমা কাটিয়ে বাড়ি ফিরেই চক্ষু চড়কগাছ দম্পতির

অশোকনগর: বেনারসে মধুচন্দ্রিমা কাটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেই চক্ষু চড়কগাছ দম্পতির। ঘরে লাইট জ্বলছে , বন্ধ বাড়ির দরজা প্রায় পুরোটাই খোলা, ঘর লন্ডভন্ড, সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে চোরের দল।উত্তর ২৪ পরগনার অশোকনগরের সুকান্ত সরকার ৫ দিন আগে স্ত্রী-কে নিয়ে বেনারস বেড়াতে যান । ভাইকে বাড়ি দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। কিন্তু মায়ের শরীর খারাপ থাকায় গত রাতে দাদার বাড়ি পাহারা দেওয়ার কাজে ব্যাঘাত ঘটে।  শুক্রবার স্ত্রী-কে নিয়ে অশোকনগর কাঁকপুলের বাড়ি ফেরেন সুকান্ত সরকার। দেখেন সব নিয়ে গিয়েছে চোরেরা। শুক্রবার রাতেই অশোকনগর থানায় চুরির অভিযোগ জানিয়েছেন। সবমিলিয়ে লক্ষাধিক টাকার সম্পত্তি খোয়া গিয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।