অনুব্রতকে তলব সিবিআইয়ের
নিউজ ডেস্ক- গরু পাচার কাণ্ডে বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই । আগামী ১৪ মার্চ নিজাম প্যালেসে তদন্তকারী অফিসারদের মুখোমুখি হওয়ার জন্য নোটিস জারি করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। অসুস্থতার কারণে এর আগে তিন বার তিনি হাজির না হয়ে আইনজীবীর চিঠি দিয়েছেন । যদিও তিনি তখন সুস্থ অবস্থায় বিভিন্ন সভায় বক্তব্য রেখেছেন বলে দাবি সিবিআইয়ের । সিবিআইয়ের এক কর্তা বলেন, প্রতিটি পরিস্থিতি তারা নজরে রাখছেন। আদালতে সমস্ত নথি জমা দিয়ে আইনি পদক্ষেপের আবেদন করা হবে ।