স্ত্রী কে খুন করে সিঁড়ির নীচেই সমাধি
নিউজ ডেস্ক- ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ধান্তলা থানার শঙ্করপুর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ।নিজেরস্ত্রী কে খুন করে সিঁড়ির নিচে পুঁতে রেখেছেন । এই কথা সে নেশার ঘোরে মুখফস্কে বন্ধুদের বলে ফেলেছিল। প্রথমে তাঁর কথা কেউ বিশ্বাস করেনি । কিন্তু পরমুহূর্তে তার মুখের ভাবখানি দেখে প্রতিবেশী দের সন্দেহ হয়। এরপর তারা নদিয়ার ধান্তালা থানায় বিষয় টি জানায়ে। অন্যদিকে বিষয়টি আঁচ করতে পেরেই আর দেরি না করে গা ঢাকা দেয় রবীন্দ্রনাথ। প্রথম থেকেই মদ জুয়ায় আসক্ত রবীন্দ্রনাথ । প্রতিবেশীরাও তার এই স্বভাবের কথা জানত। বছর খানেক আগে তৃতীয় বিয়ে করে রবীন্দ্রনাথ। নেশা করে তৃতীয় স্ত্রী রিম্পার সাথে প্রায়ই ঝামেলা করত সে। প্রতিবেশীদের সাথেও তার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। দিন পনেরো আগে স্বামী -স্ত্রী র ঝামেলা চরমে ওঠে। এবং তার পর থেকেই রবীন্দ্রনাথ এর স্ত্রী রিম্পার কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি , এমনটাই দাবি প্রতিবেশীদের। কিন্তু বৃহস্পতিবারই ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগ পেয়েই ধান্তলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে সঙ্গে ছিলেন রানাঘাট ২ নঃ ব্লকের বিডিও। সিঁড়ির নীচে খোঁড়া খুঁড়ির পর তারা একটি মহিলার দেহ পায় । দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত অভিযুক্তপলাতক , কিন্তু খুব শীঘ্রই তাকে শাস্তি দেওয়া হবে,এমনটাই জানিয়েছে পুলিশ কতৃপক্ষ।