স্বামী ও তার বন্ধুবান্ধব দের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে পুলিশের কাছে দ্বারস্থ গৃহবধূ ,খাস কলকাতার ঘটনা

স্বামী ও তার বন্ধুবান্ধব দের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে পুলিশের কাছে দ্বারস্থ গৃহবধূ ,খাস কলকাতার ঘটনা

নিউজ ডেস্ক – নিজের স্বামী ও তার বন্ধুবান্ধবদের  বিরুদ্ধে গণধর্ষণের  অভিযোগে সরব এক তরুণী। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার কাশীপুর রোডে। তার অভিযোগ বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায়ে তার স্বামী ও তার দুই বন্ধু মিলে তাকে গণ ধর্ষণ করে। ইতিমধেই কাশীপুর থানার পুলিশ  ঘটনাটির তদন্ত শুরু  করেছে  এবং তরুণীর স্বামী সহ ৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে  জানা  গেছে।

ওই তরুণী আদতে বিহারের বাসিন্দা  এবং তার কিছু শারীরিক সমস্যাও  রয়েছে । বছর দুয়েক আগে তার বিয়ে  হয় ,এবং চিকিৎসার  নাম করে তার  স্বামী  তাকে কলকাতায় নিয়ে আসে । কাশীপুর  রোডের কাছে  একটি ভাড়া বাড়িতে তারা  দুজনে  বসবাস শুরু করে।  ওই তরুণীর দাবি বৃহস্পতিবার রাতে তাদের ভাড়া বাড়িতে তার স্বামী সহ  ৩ জন মদের আসর বসায় । তার অভিযোগ নেশার   ঘোরেই ওই দুজন তার স্বামীর উপস্তিতিতেই তার  ওপর নির্যাতন চালায়  এবং পর মুহূর্তে তার স্বামী ও এক কাজ করে ।  নির্যাতনের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কোন রকমে নিজেকে   সামলে পুলিশের কাছে দারস্থ হন তরুণী। তার অভিযোগের ভিত্তিতে  তড়িঘড়ি বাবস্থা  নেয়  পুলিশ। তার স্বামী সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।  শনিবারই তাদের আদালতে  তোলা হবে বলে জানা গিয়েছে।