‘ চটে গেলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা ‘, সলমনের সঙ্গে বিয়ের ছবি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
নিউজ ডেস্ক- চটে গেলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা । আর রাগবেনই বা না কেন, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ছবি নিয়ে যা শুরু হয়েছে ,তা কি মেনে নেওয়া যায় ! তাই এবারে আর চুপ রইলেন না অভিনেত্রী ,সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন নেটিজেনদের বিরুদ্ধে বললেন “ আপনারা নির্বোধ " !
ঘটনাটি একটু খোলসাকরে বলা যাক , কয়েকদিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় সলমন খান ও সোনাক্ষি সিনহারএকটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিটিতে দেখা গেছে যে, সলমন খান ও সোনাক্ষি সিনহা বিয়ে করছেন , সলমন একটি আংটি পড়িয়ে দিচ্ছেন সোনাক্ষির আঙুলে ।আর তাতেই উঠেছে রব ! সলমন ও সোনাক্ষির অনুগামীরা ভেবেই নিয়েছিলযে তাঁরা নাকি গোপনে বিয়ে সেরে ফেলেছন।
তবে সত্যিটা জানা গেল কয়েকদিন পরেই। ছবিটি আসলে ফটোশপ করে বানানো হয়েছে , তা বুঝতে দেরি হয়নি নেটিজেনদের। কিন্তু তাও যেন কমলো না গুঞ্জন। আর সেই গুঞ্জন কেই ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন অভিনেত্রী। নেটিজেনদের উদ্দেশ্যে লিখলেন ,’ আপনারা কি বোকা! ছবি দেখেও বুঝতে পারছেন না এটা আসলে নকল ছবি !’
২০১০ সালে সলমনের হাত ধরে বলিউডে পা রাখেন শত্রুঘ্ন সিনহার কন্যা। সে সময়েও সলমন খান ও সোনাক্ষি সিনহার প্রেম নিয়ে গুঞ্জন উড়েছিল । তবে সেই গুঞ্জনে ইতি পড়েছে অনেকদিনআগেই। আর সলমনের সঙ্গে যে তাঁর কোনও প্রেমের সম্পর্ক নেই , তা এবারেও স্পষ্ট করে দিলেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা।