ইংল্যান্ড রাজ পরিবারে মারাত্মক কাণ্ড ।। রাজপুত্রদের মধ্যে ঝামেলা পৌঁছে গেল একেবারে মারামারিতে ।

ইংল্যান্ড রাজ পরিবারে মারাত্মক কাণ্ড ।। রাজপুত্রদের মধ্যে ঝামেলা পৌঁছে গেল একেবারে মারামারিতে ।

নিউজ ব্যুরো : ইংল্যান্ড রাজ পরিবারে এক্কেবারে লঙ্কা  কাণ্ড৷ রাজপুত্রদের মধ্যে ঝামেলা পৌঁছে গেল একেবারে মারমারিতে ৷ আর তাতেই সরগরম  রাজপরিবারের রাজনীতি ৷ প্রিন্স হ্যারি অভিযোগ করেছেন যে , প্রিন্স উইলিয়াম তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন ৷ তাঁকে কলার ধরে মারধর করা হয়েছে, মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন উইলিয়াম । মেঘান মর্কেলের সঙ্গে তাঁর বিয়ের কারণেই এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন ৷