রাজে আবারও বৃষ্টির পূর্বাভাস সহ পাঁচটি জেলায় হলুদ সতর্কতা

রাজে আবারও বৃষ্টির পূর্বাভাস সহ পাঁচটি জেলায় হলুদ সতর্কতা

নিজস্ব সংবাদদাতাঃ  রাজ্যে আবারও ভারি বৃষ্টির পূর্বাভাস, সাথে সাথে কলকাতা সহ রাজ্যর পাঁচটি জেলায় জারি হল হলুদ সতর্কতা। 

                                                             আবহাওয়া অফিসের সূত্র  অনুযায়ী, পশ্চিমী ঝঞ্জার ফলে রাজ্যের ওপর দিয়ে প্রচুর পরিমাণে মেঘের আনাগোনা বাড়বে। যার জন্য রাজ্যের বিভিন্ন জেলায় অর্থাৎ উওরবঙ্গের আলিপুরদুয়ার, মালদা, উওর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উওর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। কিছু জায়গায় মাঝারি থেকে ভারী‌ বৃষ্টির পূর্বাভাস আছে।