মুম্বইয়ের ভিয়ান্ডিতে বহুতল ভেঙে নিহত কমপক্ষে ১০, উদ্ধার-রত আনুমানিক ২০/২৫

মুম্বইয়ের ভিয়ান্ডিতে বহুতল ভেঙে নিহত কমপক্ষে ১০, উদ্ধার-রত আনুমানিক ২০/২৫

নিউজ ডেস্ক:- মহারাষ্ট্রে ফের বহুতল ভেঙে পড়ার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টে নাগাদ মুম্বইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় ভেঙে পড়ে তিনতলা বাড়িটি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। গুরুতর জখম অবস্থায় এক শিশু সহ এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও ২০-২৫ জন আবাসিক এখনও পর্যন্ত ধ্বংসস্তুপে আটকে রয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটে আজ, সোমবার ভোর ৩.৪০টা নাগাদ। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র সেখানে উপস্থিত হয় এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ), দমকল এবং পুলিস। দুর্ঘনার সময় ওই বহুতলটিতে ৪৫ জনের মত আবাসিক ছিলেন বলে জানা গিয়েছে।
                               পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতলটি বিপজ্জনক অবস্থায় ছিল। ওই বহুলতটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার থাকত। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। পরে দায়িত্ব নেয় পুলিস, দমকল ও এনডিআরএফ টিম। এখনও চলছে উদ্ধার কাজ। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।