নয়া কৃষি বিলের প্রতিবাদে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত বাদলের

নয়া কৃষি বিলের প্রতিবাদে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত বাদলের

নিউজ ডেস্ক:- কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল। তিনি এনডিএ-র জোট শরিক শিরোমণি অকালি দল থেকে মন্ত্রী হয়েছিলেন। কেন্দ্রের নতুন কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। নতুন তিনটি কৃষি বিলের বিরোধিতায় পাঞ্জাবে ব্যাপক প্রতিবাদে নেমেছেন কৃষকরা। 
এ দিন হরসিমরতের স্বামী এবং শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর বাদল জানিয়েছেন, তাঁদের দল কৃষক বিরোধী নীতির বিরোধিতায় এই পদক্ষেপ করেছে। তিনি জানিয়েছেন এই অর্ডিন্যান্স নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এনডিএ সরকার দলের সাথে কোনো আলোচনা করেনি। এমনকি এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য দলীয় সাংসদের হুইপ জারি করেছিল আকালি দল।
                           চলতি বাদল অধিবেশনে কৃষিক্ষেত্রে তিনটি নতুন বিল পাশ করতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই এই বিলগুলি পাশ করাতে তিন অর্ডিন্যান্সে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা। সেগুলি হল অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) অর্ডিন্যান্স, ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অর্ডিন্যান্স ও ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন) অর্ডিন্যান্স।
প্রতিবাদে সরব চাষিরা জানাচ্ছেন, এই তিন বিল পাশ হলে দেশের কৃষিব্যবস্থা কর্পোরেটদের কুক্ষিগত হয়ে যাবে। আর্থিক ভাবে বিপর্যয়ের মুখে পড়বে চাষিরা। বিল পাশ রুখতে দেশজুড়ে একত্রিত হয়ে আন্দোলনে নেমেছেন একাধিক কৃষক সংগঠন। এই তিন বিলের প্রতিবাদে পাঞ্জাব, হরিয়ানার মতো কৃষি নির্ভর রাজ্যগুলিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। উত্তর প্রদেশ সহ দেশের বাকি অংশেও ছড়াচ্ছে বিক্ষোভ। বিলটি লোকসভায় আলোচনার জন্য তোলা হলে সেটি ধ্বনি ভোটে পাশও হয়ে যায়।