৮৬১ কোটি টাকার বরাতে নতুন সংসদ ভবন নির্মানে টাটা

৮৬১ কোটি টাকার বরাতে নতুন সংসদ ভবন নির্মানে টাটা

নিউজ ডেস্ক:- টাটা প্রজেক্টস লিমিটেড ৮৬১.৯০ কোটি টাকা ব্যয়ে নতুন সংসদ ভবনটি নির্মাণের জন্য বরাত পেয়েছে। নয়াদিল্লিতে নরেন্দ্র মোদি সরকারের সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণের পরিকল্পনার অংশ হিসাবে নতুন ভবনটি নির্মিত হবে। এই পুনঃনির্মাণে একটি নতুন তিনকোনা সংসদ ভবনের পরিকল্পনা করা হয়েছে। যেখানে ৯০০ থেকে ১,২০০ সাংসদের বসার জায়গা থাকবে। ২০২২ সালের অগাস্টের মধ্যে নির্মিত হবে এটি। দেশ যখন তার ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে, তখনই এটি নির্মাণ করা হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
                                  গত জানুয়ারি মাসেই লোকসভা স্পিকার ওম বিড়লা বলেছেন, ২০২২ সালে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের পর প্রথম অধিবেশন বসবে নতুন ভবনে। টাটা গ্রুপ ছাড়াও দরপত্রে অংশ নিয়েছিল লার্সেন অ্যান্ড টুব্রো, আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড, এনসিসি লিমিটেড, সাপুরজি-পালনজি, উত্তরপ্রদেশ রাজকীয় নির্মাণ নিগম ও পিএসপি প্রজেক্টস-ঋ–এর মতো সংস্থা। টাটার পরেই ছিল লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি। তারা ৮৬৫ কোটি টাকার দর দিয়েছিল।