পুলিসের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইলে আর্থিক প্রতারণা রাজ্যজুড়ে
নিউজ ডেস্ক- : রাজ্যের বিভিন্ন জেলার পুলিস অফিসার ও কর্মীদের নামে ভুয়ো প্রোফাইল খুলে জালিয়াতির ঘটনা একের পর এক নজরে আসছে। উর্দিধারী পুলিস কর্তার আবেদনে সাড়া দিয়ে অনেকেই আবার নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে প্রতারিত হচ্ছেন।
ওই সমস্ত ভুয়ো অ্যাকাউন্টের পোস্টকে ‘সত্য’ হিসেবে প্রতিষ্ঠিত করতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছে একটা অংশ। রাজ্যের আইন-শৃঙ্খলা বিঘ্নিত, ফেসবুকের মাধ্যমে টাকা চাইছেন পুলিস কর্তারা—এই প্রচারই ওই অংশের মূল লক্ষ্য বলে তদন্তকারীরা বলছেন। রায়গঞ্জ পুলিস জেলার সুপার সুমিত কুমার, শিলিগুড়ি কমিশনারেটের এসিপি স্বপন সরকার এবং উত্তর দিনাজপুরের ডিএসপি গোবিন্দ শিকদারের পর সাইবার অপরাধীনের নিশানায় এসেছেন চন্দননগরের পুলিস কমিশনার হুমায়ূন কবির এবং মালদহের পুলিস সুপার অলোক রাজোরিয়া। পুলিস কর্তাদের কালিমালিপ্ত করার এই প্রচেষ্টার নেপথ্যের লোকজনকে খুঁজে বের করতে সাইবার ক্রাইম শাখার সঙ্গেই তদন্তে নেমেছে সিআইডিও। বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থানের সাইবার ক্রাইম গ্যাং রয়েছে এর পিছনে। আইপি অ্যাড্রেস ট্র্যাক করার কাজ শুরু হয়। সেখান থেকে উঠে আসে এই রাজ্যগুলির নাম।
তদন্তকারীরা বলছেন, জাল নথি দিয়ে মোবাইলের সিম জোগাড় করা হচ্ছে। সেই নথি দিয়েই খোলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরপর পুলিস কর্তার ফেসবুকের ভুয়ো প্রোফাইল থেকে ফ্রেন্ডদের কাছে আর্জি, আর্থিকভাবে বিপদের মধ্যে আছি। ওই অ্যাকাউন্টে টাকা পাঠান।