কৃষক বিরোধী বিলে সংসদে বিক্ষোভ বামেদের

কৃষক বিরোধী বিলে সংসদে বিক্ষোভ বামেদের

নিউজ ডেস্ক:- তিনটি অর্ডিন্যান্সই কৃষক বিরোধী। এই অভিযোগ তুলে তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন বাম সংসদ সদস্যরা। সিপিএমের কে রাগেশ, সিপিআইয়ের বিনয় বিশ্বম বলেছেন, যে তিনটি অধ্যাদেশ চাষিদের সহায়ক হবে বলে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণভাবে কৃষকের স্বার্থের পরিপন্থী। সরকারকে অবিলম্বে এগুলিকে প্রত্যাহার করে নিতে হবে।’ বামেদের অভিযোগ, এই তিনটি অধ্যাদেশের ফলে লাভবান হবেন বড় ব্যবসায়ীরা। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘এই অর্ডিন্যান্স এনে কেন্দ্র কৃষিকে বহুজাতিক ব্যবসায় পরিণত করতে চাইছে।