সংসদ খুলতেই ২৫ জনের COVID-19 পজিটিভ

সংসদ খুলতেই ২৫ জনের COVID-19 পজিটিভ

নিউজ ডেস্ক:- বাদল অধিবেশনের প্রথম দিনেই ২৫ জনের বেশি সাংসদের শরীরে করোনা ভাইরাস পজিটিভ মিলল। সূত্রের খবর, লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৯ জন সাংসদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। 
                               সোমবার সংসদে প্রত্যেক সাংসদ, সাংবাদিক, গাড়ির চালক, কর্মীদের আবশ্যিক ভাবে করোনা পরীক্ষা করা হয়। লোকসভায় শুধু বিজেপি-রই ১২ জন, YRS কংগ্রেসের ২ জন, শিবসেনা, ডিএমকে ও আরএলপি দলের একজন করে সাংসদের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। সংসদে ঢোকার জন্য প্রত্যেকের করোনা পরীক্ষার রিপোর্ট অত্যাবশ্যক করা হয়েছে।