এবার রাজ্যে চালু পুরোহিত ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক:- এবার পুরোহিতদেরও ভাতা দেবে সরকার। প্রতি মাসে পুরোহিতদের ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মাস থেকেই পুরোহিতদের ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নবান্ন সূত্রে খবর, ভাতার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮ হাজার পুরোহিত আবেদন করেছেন। প্রাথমিকভাবে তাঁদের প্রত্যেককে মাসিক আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ভবিষ্যতে আরও নাম জমা পড়লে তা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে আধিকারিকরা জানিয়েছেন।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'এর আগে অ্যাকাডেমি তৈরির জন্য আমরা সনাতন ব্রাহ্মণ গোষ্ঠীকে কালীঘাটে জমি দিয়েছি। এই গোষ্ঠীর বহু পুরোহিত খুব গরিব। আমরা তাঁদের অর্থনৈতিকভাবে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। সরকার তাঁদের প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা দেবে। এছাড়া সরকারি আবাস যোজনার আওতায় তাঁদের বাড়ি বানিয়ে দেওয়া হবে।'