৬ মাসে ইপিএফে উইথড্রল ৩৯ হাজার কোটি

৬ মাসে ইপিএফে উইথড্রল ৩৯ হাজার কোটি

নিউজ ডেস্ক:- কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাংওয়ার জানান ২৫ মার্চ থেকে ৩১ অগস্ট পর্যন্ত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) থেকে সদস্যরা ৩৯,৪০২.৯ কোটি টাকা তুলে নিয়েছেন।
                                 শ্রম মন্ত্রী   জানিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক ইপিএফ তোলা হয়েছে মহারাষ্ট্র থেকে। এই রাজ্যের ইপিএফ সদস্যরা তুলেছেন মোট ৭,৮৩৭.৮ কোটি টাকা। এর পরেই নাম রয়েছে কর্নাটকের। এখান থেকে তোলা হয়েছে ৫,৭৪৩.৯ কোটি টাকা। তৃতীয় স্থানে নাম রয়েছে তামিলনাড়ুর। এরাজ্য থেকে মোট তোলা হয়েছে ৪,৯৮৪.৫ কোটি টাকা।
                            তিনি এও জানান, লকডাউন হওয়ার পর থেকে সরকার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে একাধিক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারত প্রকল্প। এই দুটি প্রকল্পের অধীনে ইপিএফ-এ জমা দেওয়া হয়েছে ১২ শতাংশ এমপ্লয়ারের শেয়ার এবং ১২ শতাংশ কর্মীর শেয়ার। মোট ২৪ শতাংশ টাকা জমা দেওয়া হয়েছে সরকারের তরফে মার্চ থেকে অগস্ট মাস পর্যন্ত। যে সব সংস্থায় ১০০ বা তার বেশি কর্মী রয়েছেন এবং যাঁদের মাসিক বেতন ১৫ হাজারের কম, তাঁরা প্রত্যেকে এই সুবিধে পেয়েছেন। করোনা সংকটের কথা মাথায় রেখে তাঁদের দেওয়া হয়েছে এককালীন কোভিড অ্যাডভান্স।