ওড়িশায় রোজভ্যালীর গৌতম কুণ্ডুকে নিয়ে সিবিআইয়ের জেরার উদ্যোগে বাধা

ওড়িশায় রোজভ্যালীর গৌতম কুণ্ডুকে নিয়ে সিবিআইয়ের জেরার উদ্যোগে বাধা

নিউজ ডেস্ক:- রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে জেরা করার উদ্যোগ নিয়েছিল সিবিআই। তাদের সেই উদ্যোগ আটকে গেছে আদালতে। এর ফলে রোজভ্যালি কর্তাকে অন্য রাজ্যে নিয়ে গিয়ে জেরা করার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে।
                          গৌতম কুণ্ডুর বিরুদ্ধে ভুবনেশ্বরে মামলা রুজু করেছইল সিবিআই। সেই তদন্ত চলছে। এই মামলাতেই গ্রেপ্তার হয়েছিলেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় ও প্রয়াত অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পাল।
                         গৌতম কুণ্ডুর বিরুদ্ধে এ রাজ্যে কোনও এফআইআর করতে পারেনি সিবিআই। ইডির করা মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। ফলে ইডির হেফাজতেই রয়েছেন তিনি।এই অবস্থায় আদালত সিবিআইকে কোনও অর্ডার ইস্যু করতে পারছে না। বিষয়টি জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই মেটাতে হবে সিবিআইকে। বিশেষজ্ঞদের ব্যাখ্যায় গৌতম কুণ্ডুকে নিয়ে দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে।
                         তাঁকে ভিনরাজ্যে নিয়ে গিয়ে জেরা করার ক্ষেত্রে তাদের বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে। যে কারণে ধাক্কা খাচ্ছে তদন্ত। এর আগে ত্রিপুরা, অসম ও উত্তরপ্রদেশের পুলিস রোজভ্যালি কর্তাকে জেরা করতে চেয়ে আদালতে আবেদন জানায়। কিন্তু তা খারিজ হয়ে যায়। এখন জেলে গিয়ে জেরা করার পরিকল্পনা করছেন সিবিআই অফিসাররা।