সুপ্রিম-নির্দেশে ২৮ সেপ্টেম্বর অব্দি EMI বাদ লোন গ্রাহকদের
করোনা ও লকডাউনের প্রভাবে বিপর্যস্ত ব্যাংক গ্রাহকদের আরও কিছুদিনের জন্য স্বস্তির খরব। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ঋণের উপরে মোরাটোরিয়ামের মেয়াদ কার্যত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট।
চলতি অর্থনৈতিক সংকটে ঋণ গ্রাহকদের স্বস্তি দেওয়ার জন্য ছ'মাসের মোরাটোরিয়াম ঘোষণা করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)। মোরাটোরিয়ামের সময়ে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণের কিস্তি মেটাতে না পারলেও ঋণখেলাপির তকমা থেকে রেহাই পায়। গত ৩১ অগস্ট RBI ঘোষিত মোরাটোরিয়ামের মেয়াদ শেষ হয়েছে। এমতাবস্থায় কোনও গ্রাহকের ফের ঋণের বকেয়া কিস্তি নেওয়ার প্রক্রিয়া চালুর পথ খোলা ছিল ব্যাংকগুলির সামনে। বকেয়া ঋণের কিস্তি মেটাতে না পারলে সংশ্লিষ্ট গ্রাহকের ভাগ্যে জুটত ঋণখেলাপি তকমা।
এদিন সর্বোচ্চ আদালতের তিন বিচারপতির বেঞ্চের রায়ে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলি কোনও অ্যাকাউন্টকে নতুন করে নন-পারফর্মিং অ্যাসেট (NPA) বা ঋণখেলাপি হিসেবে ঘোষণা করতে পারবে না। আগামী ২৮ সেপ্টেম্বর এই মামলার পরের শুনানির দিন ধার্য হয়েছে।