স্টেশন মাস্টারসহ কাজ দিনে ১২ ঘণ্টা, নয়া শ্রম আইন পাশে রেল

স্টেশন মাস্টারসহ কাজ দিনে ১২ ঘণ্টা, নয়া শ্রম আইন পাশে রেল

নিউজ ডেস্কঃ করোনা আবহে কাজের সময় বাড়তে চলেছে রেলকর্মীদের। এবার স্টেশন মাস্টারদের কাজ করতে হবে বারো ঘন্টা। এ জন্য কমিটি গঠন করে জব এনালিসিসের নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্তের প্রাথমিক পর্বে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। সর্বভারতীয় স্টেশন মাস্টার এসোসিয়েশনের ডাকে শুরু হয়েছে আন্দোলন। পূর্ব রেল ৭ থেকে ১৯ সেপ্টেম্বর জনমত গড়ে তোলার লক্ষ্যে মিটিং, বাইক রেলি, মাইকিং করে রেলের নীতি বাতিলের দাবিতে বিক্ষোভ করবে।
                 বারো ঘন্টার চাকরি করানো চূড়ান্ত অভিসন্ধিমূলক বলে জানিয়েছে স্টেশন মাস্টার এসোসিয়েশন। পনেরো দিনে দশদিন নাইট ডিউটি করলে পুরো মাসের ভাতা পাওয়া যায়। যা এবার একদিন নাইট মানে একদিনের ভাতা দেওয়া হবে।
               পূর্ব রেলের মেনস ইউনিয়ন এজন্য জনমত গড়ে তোলার ডাকে আন্দোলন শুরু করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক অমিত ঘোষ স্পষ্টবলেন, “এটা বেসরকারিকরণের নীতি। রেল স্টেশনগুলি স্টেশন ডেভেলপমেন্ট অথরিটির হাতে চলে যাচ্ছে। আশপাশের জমি আরএলডিএর হাতে যাচ্ছে। ফলে তা চূড়ান্তভাবে বেসরকারি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হবে। স্টেশনে হকার থাকবে না। স্টেশনের রেলকর্মীরা চলে যাবেন বেসরকারি সংস্থার হাতে। এজন্য শ্রমিক আইনকে সংশোধন করা হয়েছে। যা অবিলম্বে পাশ করতে চলেছে রেল।