করোনা ভ্যাকসিনের ট্রায়াল বন্ধের সিদ্ধান্ত অ্যাস্ট্রাজেনেকার

করোনা ভ্যাকসিনের ট্রায়াল বন্ধের সিদ্ধান্ত অ্যাস্ট্রাজেনেকার

 নিউজ ডেস্ক- মানবদেহে কোভিড ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল ব্রিটেনের ফার্ম অ্যাস্ট্রাজেনেকা। জানা গিয়েছে, এই ভ্যাকসিন যেসব ভলান্টিয়ারদের শরীরে প্রয়োগ করা হয়েছিল, তাঁদের মধ্যে অনেকেই হঠাত্ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। মঙ্গলবার রাতে অ্যাস্ট্রাজেনেকার তরফে এই ট্রায়াল বন্ধ করার কথা জানানো হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাশে সমান তালে ভ্যাকসিন তৈরি করার দৌড়ে ছিল এই ফার্মা কোম্পানি।
                             অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র জানিয়েছেন, "এই মুহূর্তে বিশ্বজুড়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল চলছে। বিভিন্ন দেশে এই ট্রায়াল শুরু হয়েছে, তবুও, এই অবস্থায় আমরা নিজেদের ভ্যাকসিনের ট্রায়াল আপাতত বন্ধ রাখছি। কারণ একটি নিরপেক্ষ দল আগে এই ভ্যাকসিন কতটা সুরক্ষিত, তা পরীক্ষা করে দেখবে। তারপরেই এর ট্রায়াল ফের শুরু হবে।"