সার্কিট হাউজেই আইটিডিএ ইঞ্জিনিয়ারকে নিগ্রহ করলেন ওড়িশার বিজেপি বিধায়ক

সার্কিট হাউজেই আইটিডিএ ইঞ্জিনিয়ারকে নিগ্রহ করলেন ওড়িশার বিজেপি বিধায়ক

নিউজডেস্কঃ-ইন্টিগ্রেটেড-ট্রাইবাল ডেভেলপমেন্ট এজেন্সি (ITDA)-র অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নিগ্রহের অভিযোগে বিজেপির এক বিধায়ককে শুক্রবার গ্রেফতার করল ওড়িশা পুলিশ। অভিযুক্ত ওডিশার ময়ূরভঞ্জ জেলার বারিপদা কেন্দ্রের বিধায়ক প্রকাশ সোরেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সমন্বিত উপজাতি উন্নয়ন সংস্থার ওই ইঞ্জিনিয়ারকে বারিপদা সার্কিট হাউসে ডেকে পাঠিয়ে গায়ে হাত তুলেছেন। ওড়িশা পুলিশের এক কর্তা জানান, নিগৃহীত ইঞ্জিনিয়ারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিজেপি বিধায়ক প্রকাশ সোরেনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৩৪১, ৩২৩, ৩২৪, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে। ওই ইঞ্জিনিয়ার টাউন পুলিশ থানায় এই এফআইআরটি দায়ের করেছেন।
             নিগৃহীত গণপতি জেনার অভিযোগ, বিজেপির লোকজনকে কেন কাজের বরাত দেওয়া হচ্ছে না, সে কৈফিয়ত্ তলব করেন সোরেন, সাথে কেন বিগত এক বছরের মধ্যে একটি টাকাও বিধায়ককে তিনি কমিশন বাবদ দেননি?  প্রকাশ সোরেনের প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন জেনা। কিন্তু জবাবে তাঁকে উত্তম-মধ্যম দেওয়ার পর তাঁর শ্বাসরোধ করার চেষ্টা হয়েছিল বলেও এফআইআরে উল্লেখ করা হয়েছে। বারিপদার বিজেপি বিধায়ককে লোকাল থানায় আটক করা হয়। সোরেনের গ্রেফতারির বিরোধিতা করে থানায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা। পুলিশ বিধায়ককে লোকাল আদালতে পেশও করে। কিন্তু আদালত বিজেপির বিধায়ককে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি বারিপদার বিধায়ক প্রকাশ সোরেন।