স্বাস্থ্যদপ্তরের নামে অনলাইন প্রতারণা রাজ্যে সক্রিয় ভুয়ো নিয়োগ চক্র, ধৃত ১
নিউজ ডেস্ক:-স্বাস্থ্যদপ্তরে অগ্রাধিকারের ভিত্তিতে প্রচুর নিয়োগের টোপ দিয়ে নথিপত্র সহ স্বাস্থ্যভবনে আসার আহভান। করোনা মোকাবিলায় এমনই প্রচুর ভুয়ো নিয়োগ চলছে স্বাস্থ্যদপ্তরে। সুযোগ নিচ্ছে এক শ্রেণীর প্রতারকরা। রাজ্যজুড়ে স্বাস্থ্যদপ্তরে গ্রুপ-ডি পদে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ্য টাকা লুটে নিচ্ছে এই প্রতারণা চক্র। রাজ্যের লক্ষ বেকার ছেলেমেয়ের ই-মেল এবং এসএমএস জোগাড় ক্রতে যতটুকু বিলম্ব, তারপর এই দুই মাধ্যমেই পৌঁছে যাচ্ছে চাকরির এই লোভনীয় টোপ। এই প্রতারণার কথা মেনে নিয়েছেন নবান্নের এক শীর্ষ কর্তা।
স্বাস্থ্যদপ্তরে নিয়োগের দায়িত্বে থাকা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান তাপস মণ্ডলও বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে অফলাইনে ৪৪টি চাকরির আবেদন জমা পড়েছিল বোর্ড অফিসে, যা ছিল সম্পূর্ণ জাল। আবেদনপত্রগুলির পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। দায়ের হয়েছে এফআইআরও। পুরুলিয়ায় গ্রুপ-ডি চাকরির নাম করে এক প্রার্থীর থেকে তিন লক্ষ টাকা তোলা হয়েছিল।’ তাঁর কথায়, বোর্ডের লোগো এবং সচিবের সই জাল করে প্রার্থীদের কাছে গ্রুপ-ডি চাকরির প্রতিশ্রুতি পাঠাচ্ছে প্রতারকরা, সাধারণ মানুষের পক্ষে যা ধরা অসম্ভব। চেয়ারম্যানের দাবি, পরীক্ষা ছাড়া স্বাস্থ্যদপ্তরে একটিও নিয়োগ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড করে না। গোটা প্রক্রিয়া হয় অনলাইনে। স্বাস্থ্যদপ্তরে নিয়োগ সংক্রান্ত প্রতারণার তথ্য জানতে পেরে বোর্ডের ওয়েবসাইট www.wbhrb.in তে বিষয়টি যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।