ভয়াবহ বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হত ৭ শ্রমিক ছত্তিশগড়ের রায়পুরে

ভয়াবহ বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হত ৭ শ্রমিক ছত্তিশগড়ের রায়পুরে

নিউজ ডেস্ক- মর্মান্তিক বাস দুর্ঘটনা ছত্তিশগড়ের রায়পুরে। পরিযায়ী শ্রমিকদের একটি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত সাতজন শ্রমিক। গুরুতরভাবে জখম বহু। তবে এখনও তাঁদের পরিচয় জানা যায়নি। শনিবার রায়পুরের তেলিবান্ধার চেরিখেদির এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। শ্রমিকদের নিয়ে ওড়িশার গঞ্জাম থেকে গুজরাটের সুরাটে যাচ্ছিল সেটি। শেষ পাওয়া খবরে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সাতজন শ্রমিকের। গুরুতরভাবে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ আধিকারিকরা। এই ঘটনার কথা জানতে পেরেই মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।