একগুচ্ছ ব্যাঙ্ক বেসরকারি ও অবলুপ্তিকরণের পথে কেন্দ্র
নিউজ ডেস্ক:- ব্যাঙ্কিংসেক্টরেবড়রকমেরপরিবর্তনের পথে যেতে চাইছে কেন্দ্র।রাষ্ট্রায়ত্তব্যাঙ্কপরিচালনব্যবস্থাকেকর্পোরেটধাঁচের করে তোলা এবং একঝাঁক ব্যাঙ্ককেবেসরকারিতেনিবন্ধিকরনের জন্যবেছে নিয়েছে মোদি সরকার। শুধু তাই নয়, আরও কিছু ব্যাঙ্ককেপরস্পরেরসঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তার সাথে আসছে স্বেচ্ছাবসরসংক্রান্ততাৎপযপূর্ণসিদ্ধান্ত।ইতিমধ্যেইস্টেট ব্যাঙ্কঅব ইন্ডিয়ানতুন স্বেচ্ছাবসরপ্রকল্পঘোষণা করেছে। অন্য কয়েকটি ব্যাঙ্কেরক্ষেত্রেওবিশেষ অবসরপ্রকল্পচালুর প্রস্তুতিচলছে।
সরকারিসূত্রের খবর,ব্যাঙ্কসংস্কারসংক্রান্তএকটি ব্লুপ্রিন্টতৈরি করে সরকারকেজমা দিয়েছে নীতি আয়োগ। সরকার চাইছে, সরাসরি চারটিস্বয়ংসম্পূর্ণব্যাঙ্কথাকবে সরকারেরহাতে। স্টেট ব্যাঙ্কঅব ইন্ডিয়া,পাঞ্জাবন্যাশনালব্যাঙ্ক,ব্যাঙ্কঅব বরোদা এবং কানাড়া ব্যাঙ্ক।পাঞ্জাবঅ্যান্ডসিন্ধব্যাঙ্ক,ব্যাঙ্কঅব মহারাষ্ট্র,ইউকো ব্যাঙ্ককেবিক্রিরসিদ্ধান্তহয়েছে। আইডিবিআইব্যাঙ্কেরবেসরকারিকরণেরসিদ্ধান্তআগেও হয়েছে। আর বাকি কিছু ব্যাঙ্কেরঅংশীদারিত্ববিক্রি করে বেসরকারিকরণহবে। প্রাথমিকভাবে২৬ শতাংশ শেয়ার বিক্রিরচেষ্টাকরা হবে। বাকি অংশ থাকবে সরকারেরহাতেই। এই বেসরকারিকরণপ্রক্রিয়াযদিবাস্তবায়িতনা হয়, তাহলে সেগুলিওমিশিয়ে দেওয়া হবে চারটি প্রধান ব্যাঙ্কেরসঙ্গে।তবেস্বেচ্ছাবসরেরপর। স্টেট ব্যাঙ্কইতিমধ্যেইসেকেন্ডইনিংস ট্যাপ ভলান্টারি রিটায়ারমেন্টস্কিম ঘোষণা করেছে। স্টেট ব্যাঙ্কের প্রায় আড়াই লক্ষ কর্মী রয়েছেনদেশজুড়ে। করোনা ভাইরাসেরসংক্রমণেরপর লকডাউন পর্বে বহু কর্মী নিয়মিত অফিসেযাতায়াতকরতে পারছেন না। একইসঙ্গেএকটি শহর থেকে অন্য শহরে বদলি প্রক্রিয়াওআটকেযাচ্ছে।এমতাবস্থায়বেশ কিছু ব্যাঙ্কেইতুলনামূলকবয়স্ক এবং অসুস্থকর্মী-অফিসারদেরঅবসর গ্রহণেরবিকল্প উপায় দেওয়া হবে বলে স্থির হয়েছে। এভাবে রাষ্ট্রায়ত্তব্যাঙ্কগুলিরকর্মীসম্পদেরগড় বয়স কমিয়ে আনার লক্ষ্যমাত্রানেওয়াহয়েছে।ব্যাঙ্ককর্মী ও অফিসারদেরপ্রশিক্ষণেরব্যবস্থাচালু হবে। বিশেষ করেডিজিটালফ্রড, লোন ট্র্যাকিংইত্যাদিবিভাগকেশক্তিশালীকরতে চায় রিজার্ভব্যাঙ্ক।সম্প্রতিপ্রধানমন্ত্রীরদপ্তর থেকে অর্থমন্ত্রকেরকাছে জানতে চাওয়াহয়েছে,ব্যাঙ্কও রাষ্ট্বায়ত্তসংস্থাগুলিরবেসরকারিকরণও সংস্কারপ্রক্রিয়ায়কেনদেরিহচ্ছে? এরপরই দ্রুত একটি প্ল্যানতৈরির পথে অগ্রসর হয়েছে নীতি আয়োগ ও অর্থমন্ত্রক।