গুরুতর অসুস্থ রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি
কলকাতা : রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজিকে হাসপাতালে ভর্তি করা হল। গতকাল দুপুরে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন নির্মল মাজি। কয়েকদিন ধরেই তাঁর তীব্র মাথা যন্ত্রণা হচ্ছিল।অসুস্থ শরীরেই তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সা তদারকি করছিলেন। গতকাল মাথার যন্ত্রণা অনেকটাই বেড়ে গেলে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটিউটে। সিটি স্ক্যান করার পর প্রাথমিক রিপোর্টে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত জমাট বেঁধেছে বলেই ধরা পড়ে । এর পরই তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেই জানা গেছে। করোনাভাইরাস পরীক্ষা করা হবে মন্ত্রী নির্মল মাঝির।সম্ভবত আগামী মঙ্গলবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হবেই জানা গেছে।