নাভালনিকে বিষপ্রয়োগের ব্যাপারে নির্বিকার পুতিন

নাভালনিকে বিষপ্রয়োগের ব্যাপারে নির্বিকার পুতিন

বার্লিন : গতকাল চিকিত্‍সারত রুশ বিরোধী নেতা আলেক্সি নাভালনির সম্পর্কে জার্মান সরকার জানিয়েছে যে , তাঁর শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল।আর , তিনি চিকিত্‍সায় সাড়াও দিচ্ছেন ।তবে, এখনও আশঙ্কাজনক অবস্থা। নাভালনির মতো সরকার বিরোধী নেতার দেহে কেনো এবং কিভাবে বিষপ্রয়োগ করা হয়েছিল এইবিষয়ে  একযোগে সরব হয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্বেলের সঙ্গে  ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনও। প্রতিবাদ মুখর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী নেতা ও প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। তবে,প্রবল পুতিন বিরোধী নেতা নাভালনির বিষয়ে নীরব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।প্রসঙ্গতঃ গত ২০ আগস্ট সাইবেরিয়ার টোমস্ক থেকে মস্কো ফেরার সময়ে বিমানেই অসুস্থ হয়ে পড়েনআলেক্সি নাভালনি। বিমানটিকে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে নাভালনিকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়জরুরি ভিত্তিতে । পরে তাকে চিকিত্‍সার জন্য আনা  হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। তিনি এখনও কোমায় রয়েছেন ।নাভালনির দল ও সমর্থকদের দাবি চায়ের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয় এবং সেই চা পান করেই অসুস্থ হনআলেক্সি। তবে , রুশ সরকার সেই অভিযোগ অস্বীকার করে। পরে চিকিত্‍সার জন্য তাঁকেজার্মানি তে আনা হয়। নাভালনির শরীরে নোভিচক গ্রুপের রাসায়নিক বিষ থাকার সন্দেহাতীত প্রমাণ পাওয়া গিয়েছে বলেই বুধবার জানায় জার্মানির সরকার। এরপরই সমালোচনায় মুখর হয় ,জার্মান চ্যান্সেলর মার্কেল , ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন । তারা বলেন নাভালনিকে খুনের চেষ্টা হয়েছে, তার স্পষ্ট প্রমাণ মিলেছে।তাই, এই ঘটনার জন্য রাশিয়াকেই এর জবাব দিতে হবে। তাস জানাচ্ছে, নাভালনির দেহে বিষ প্রয়োগের ওই অভিযোগের বিষয়ে নাভালনির শরীরে যতক্ষণ পর্যন্ত বিষাক্ত বস্তুর উপস্থিতি নিশ্চিত হওয়া না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাশিয়ায় তদন্ত শুরুই হবে না।