জঙ্গীদের কড়া জবাব ভারতীয় সেনার

জঙ্গীদের কড়া জবাব ভারতীয় সেনার

সোশ্যাল মিডিয়াতেভাইরাল হয়ে উঠেছেএক ভিডিওযে ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় সেনার ছোঁড়া গুলির লড়াইতে পেরে উঠতে না পেরে দৌড়ে পালিয়ে যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। 
ভারতীয় সেনা সূত্রে জানা গেছে যে , ৩০ জুলাই ঘটনাটি ঘটে নিয়ন্ত্রনরেখা বরাবর। এই অনুপ্রবেশের চেষ্টা ঘটেজম্মু কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে । জঙ্গিরা এদেশের মাটিতে পা রাখতে পারেনিভারতীয় সেনারা সতর্ক থাকায় । উল্টে গুলির লড়াই এর মুখে পড়ে নিজেদের ডেরায় ফিরে যেতে বাধ্য হয় জঙ্গিরা। চার পাক মদতপুষ্ট জঙ্গি  অনুপ্রবেশের চেষ্টা করেছিল।ভারতীয় সেনা চার পাক জঙ্গির হদিশ পায় 'এলওসির নো ম্যানস ল্যান্ডে' । সঙ্গে সঙ্গেই ওয়ার্নি ফায়ার শুরু করে ভারতীয় সেনা। কিন্তু জঙ্গিরা এগোতে থাকেওয়ার্নিং ফায়ারের পরোয়া না করেই । তখন ভারতীয় সেনা মুর্হমূর্হ গুলি চালাতে থাকে । 
বেগতিক দেখে চার পাক জঙ্গিই পিছু হটে ।  লাইন অফ কন্ট্রোল' এলওসির কুপওয়ারা সেক্টরের নো ম্যানস ল্যান্ডের ভূমিতে ছোট ছোট  পাথরগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করতে থাকে। ওই পাথরের ঢালকেই আড়াল করে জঙ্গিরা পালিয়ে যায়।
ইতিমধ্যেই ৫০০ পাক মদতপুষ্ট জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আছেবলে সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন ।