পরিত্যক্ত ঘর থেকে কলেজ ছাত্রের পচাগলা দেহ উদ্ধার

পরিত্যক্ত ঘর থেকে কলেজ ছাত্রের পচাগলা দেহ উদ্ধার

নবারুণ ডেস্ক ব্যারাকপুর: নৈহাটির দেবক এলাকায়পরিত্যক্ত ঘর থেকে এক কলেজ ছাত্রের পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে  উত্তেজনা ছড়াল । পারিবারিক সূত্রে জানা গেছে  ১৭ সেপ্টেম্বর নৈহাটি রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা সমরেশ মণ্ডল নিজের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পাওয়া গেলে পরিবারের লোকজন ১৮ সেপ্টেম্বর  নৈহাটি থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। রবিবার দুপুরে নৈহাটির একটি পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ ওই ছাত্রের পচাগলা দেহ উদ্ধার  হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কারোকে ধরতে পারেনি পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে একটি অস্বাভাবিক খুনের মামলা রুজু করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম সমরেশ মণ্ডল। তিনি নৈহাটি রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা ছিলেন । সূত্রের খবর, নিহত ওই যুবক হুগলি মহর্ষীন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ১৭ তারিখ সমরেশ  বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। পরিবার সূত্রে জানা গেছে, অনেক রাত হলেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন সমরেশের পরিবারের লোকজন।  রাতে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হন তার বাড়ির লোকজন। অনেক খোঁজাখুঁজির পর তাঁর কোনও সন্ধান না পাওয়া গেলে শেষে ১৮ তারিখ নৈহাটি থানায় নিখোঁজ হওয়ার  অভিযোগ দায়ের করেন তার পরিবারের লোকেরা।

অবশেষে রবিবার দুপুরে দেবক এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার পচাগলা দেহ উদ্ধার করে নৈহাটি থানার পুলিশ। দেবক এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে পরিত্যক্ত ওই বাড়িটি থেকে পচা গন্ধ পাচ্ছিলেন তাঁরা। তার পরে তাঁদের সন্দেহ হওয়ায় পচা গন্ধের উত্‍স খুঁজতে গিয়ে বাড়ির ভিতরে ঢুকে দেখেন একটি পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর যায় নৈহাটি থানায়। থানা থেকে পুলিশ এসে উদ্ধার করে মৃত দেহটি। পরে সমরেশের বাড়ির লোকেরা এসে মৃত দেহটি সনাক্ত করেন এবং তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। 

 পুলিশের প্রাথমিক অনুমান সমরেশকে খুন করা হয়েছে। কিন্তু কে বা কারা খুন করল সেই ব্যাপারে স্পষ্ট ভাবে কিছু জানাতে পারেনি নৈহাটি থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুরনো কোনও শত্রুতা নাকি অন্য কোনও কারণে খুন সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।