মায়ের প্রসাদ খেয়ে ধরা পড়লো  চোর 

মায়ের প্রসাদ খেয়ে ধরা পড়লো  চোর 

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। রাজনৈতিক কারণে বিখ্যাত হওয়া এই জায়গায় চোরের উপদ্রব রয়েছে। বৃহস্পতিবার রাতে সেখানকার শীতলা মন্দিরে চোর আসে। তবে সে এতটাই অবসন্ন ছিল যে প্রসাদ খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মন্দিরে আগন্তুকে খবর ছড়িয়ে পড়ে ভোরের মধ্যেই। সেখানে পৌঁছে যান স্থানীয় বাসিন্দারা। হাতে থাকা পুঁটলি দেখে সন্দেহ হয়। চেঁচামেচিতে ঘুম ভাঙে চোরের। কিন্তু অনেক লোকের মধ্যে দিয়ে পালানো তো চাট্টিখানি ব্যাপার নয়। কোমডর অস্ত্রই বের করে ফেলে সে। ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। মন্দিরের সামনেই চোরকে ধোলাই দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রদীপ জানা। স্থানীয় বৃন্দাবনপুরের বাসিন্দা সে। চোরে কাছ থেকে অবশ্য মন্দিরের সামগ্রিই উদ্ধার করা হয়েছে। সে স্বীকার করেছে কাছেই অপর একটি মন্দিরে চুরি করেছে সে।