শুভেন্দু-র জাদুকাঠির ছোঁয়ায় মুর্শিদাবাদে ফুটল ঘাসফুল
অজয় মুখার্জী,কোলকাতা, ১৮ মে:
নেত্রীকে দেওয়া কথা রাখলেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে সবুজ ঝড়ে আরো উজ্জ্বল শুভেন্দু। পূর্ব মেদিনীপুরে বিজেপি খাতা খুললেও, অধিকারী গড়ে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। কিন্তু কংগ্রেসের দূর্গ বলে পরিচিত মালদহ ও মুর্শিদাবাদ থেকে কংগ্রেসকে মুছে দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলেছেন শুভেন্দু। মুর্শিদাবাদের "স্বঘোষিত বাদশা" অধীরকে নিজের তালুকেই অপ্রাসঙ্গিক করে দিতে পেরছেন তিনি। কংগ্রস রাতারাতি প্রথম থেকে তৃতীয় শ্রেনীর নাগরিক হয়ে গেলেও জেলাজুড়ে বামেরা দ্বিতীয় স্থান থেকে অনেক দূরে। এদিকে মুর্শিদাবাদ বিজেপি দলের জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন," বাম-ডান নয়, আমরাই প্রধান বিরোধ দল হব এই জেলায়"। সিপিএম- এর জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য্য বলেন এই জেলার মানুষ নিজের ভোটটাই দিতে পারেনি। জেলা তৃণমূল মুখপাত্র অশোক দাস বলেন," জেলায় অধীর ম্যাজিক বলে আর কিছু নেই"। যদিও অধীরের মতে দেদার ভোট লুঠ হয়েছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। অধীর ও গনির পরিবারের পায়ের তলা থেকে সরে আসা মাটিতে ভিত মজবুত করেছে তৃণমূল।