অধীর কি তবে বিজেপিতে? বার্তা শুভেন্দুর

অধীর কি তবে বিজেপিতে? বার্তা শুভেন্দুর

অজয় মুখার্জী, কোলকাতা,৩০ এপ্রিল:মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা ফুটবল ময়দানে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আজকের জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে মুর্শিদাবাদ জেলা ছাড়া করার ডাক দিলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।এদিনের নির্বাচনী জনসভায় বক্তা ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহা, সহ সভাপতি অশোক দাস,লালবাগ মহকুমা সভাপতি রাজীব হোসেন, ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন,মুর্শিদাবাদের পৌরপিতা বিপ্লব চক্রবর্ত্তী, জিয়াগঞ্জ- আজিমগঞ্জ -এর পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ, কান্দী মহকুমা সভাপতি গৌতম রায়।  আজকের সভা পরিচালনা করেন বহরমপুর মহকুমা তৃণমূল সভাপতি অরিত মজুমদার।শুভেন্দু আরো বলেন যে, অধীর চৌধুরীর রাজনীতির জগতে প্রবেশ ঘটেছিল নকশাল দিয়ে তারপর  ফরওয়ার্ড ব্লক, আার এস পি হয়ে সি পি আই (এম) এবং শেষে কংগ্রেসে  যোগ দেন,অতএব বাকি রইল শুধু বিজেপি; সুতরাং যে কোন সময়  উনি বিজেপি তে নাম লিখালে কেউ আশ্চর্য হবে না। তিনি ফের স্মরণ করিয়ে দেন যে- বিশ্বাসঘাতক অধীর চৌধুরী  কোন দিন কোন নেতা কে সম্মান জানায়নি ;শঙ্কর দাস পাল, অতিশ সিনহা ও গত লোকসভা নির্বাচনে মান্নান হোসেনের মতো ব্যক্তিকে চক্রান্ত করে হারিয়ে দিয়েছেন। এইভাবেই অধিরের সাম্রাজ্যে দাঁড়িয়ে তাকে আগাগোড়া আক্রমন করে পঞ্চায়েত পূর্ববর্তী জমি শক্ত করে দলীয় কর্মীদের আরো দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার বার্তা দেন মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু।