দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন ক্রিকেটার মহম্মদ সামি
নিউজ ব্যুরো,২৫ মার্চ :দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন ক্রিকেটার মহম্মদ সামি ।মাথায় চোট লেগেছে তাঁর।তিনি বর্তমানে দেরাদুনেই চিকিৎসাধীন আছেন ।
ভোর সাড়ে পাঁচটা নাগাদ দেরাদুন থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি।একটি ট্রাক তাঁর গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে।তাঁর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তাঁর মাথায় চোট লাগে।
সম্প্রতি তাঁর বিরুদ্ধে তাঁর স্ত্রী হাসিন জাহান পরকীয়া এবং নির্যাতনের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গেও দেখা করেন।