দৌলতাবাদে আজ ৬ জনের দেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৪২
অজয় মুখার্জী ,দৌলতবাদ, ৩০ জানুয়ারি : আজ সকালে মুর্শিদাবাদের দৌলতবাদে বাস দুর্ঘটনায় আরও ৬টি দেহ উদ্ধার হল।ফলে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২। আজ সকালে একজনের দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করেন। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী আরও ৫ জনের দেহ উদ্ধার করে । এখনও পর্যন্ত মোট ৩৬ জনের দেহ শনাক্ত করা হয়েছে । ৫ জন নিখোঁজ রয়েছেন। প্রশাসনের তরফে নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী আজ সকাল থেকে ফের উদ্ধারকাজে নামে ।
গতকাল দৌলতাবাদে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানান সেইসময় বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন ।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামে। পরে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । কয়েকঘণ্টার চেষ্টায় ৪ টি ক্রেনের সাহায্যে জল থেকে বাসটি তোলা হয়। একের পর এক দেহ উদ্ধার হতে থাকে সেই থেকে। দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।